ट्रेंडिंग

Blog single photo

করোনার ধাক্কায় এবার নাইট রাইডার্স বনাম ব্যাঙ্গালোরের ম্যাচ স্থগিত, আইসোলেশনে কেকেআর

03/05/2021


মুম্বই, ৩ মে (হি.স.) : করোনা ঢেউয়ের ধাক্কায় এবার সোমবার আমদাবাদে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল৷ পুরো কেকেআর দলকেই আইসোলেশনে রাখা হযেছে৷  জানা গিয়েছে, নাইট শিবিরে বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ অসুস্থ হয়ে পড়াতেই এই সিদ্ধান্ত। এঁরা হলেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আপাতত নিভৃতবাসে রয়েছেন। একইসঙ্গে অসুস্থ ক্রিকেটারদের মধ্যে একজনের রিপোর্ট কোভিড পজিটিভ হওয়ায় তড়িঘড়ি ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
একাধিক ক্রিকেটারের করোনা ধরা পড়াতে আদৌ কবে কেকেআর মাঠে নামতে পারবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কাঁধের চোটের জন্য স্ক্যান করাতে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বরুণ। গ্রিন করিডর দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সন্দীপ কী করে করোনা-আক্রান্ত হলেন তা জানা যায়নি। এবারের আইপিএল শুরু হওয়ার মাঝপথে এই প্রথম কোনও দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি দেখে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চার অস্ট্রেলীয় ক্রিকেটার। সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিয়ো চ্যানেলে সে দেশের বোর্ড কর্তা নিক হকলি জানিয়েছেন, ক্রিকেটারদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর কোনও পরিকল্পনা আপাতত তাঁদের নেই।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top