अंतरराष्ट्रीय

Blog single photo

বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন কেউ সংক্রমিত হয়নি

25/03/2020

ঢাকা, ২৫ মার্চ (হি.স.): বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও একজন। তবে, স্বস্তির বিষয় হল- গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে করোনাভাইরাসের সন্ধান মেলেনি। আরও একজনের মৃত্যুর পর বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫। বাংলাদেশে বুধবার দুপুর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
বুধবার দুপুর বারোটায় ঢাকার মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। ১৮ মার্চ কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার। তিনি প্রথমে এলাকার একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। পরে আমাদের মাধ্যমে তাঁর চিকিৎসা হয়। 

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top