क्षेत्रीय

Blog single photo

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব রিপোর্ট সন্তোষজনক

17/10/2020

কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.): ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার সকালে বেলভিউ হাসপাতালের তরফে জানানো হয়েছে সৌমিত্রবাবু সমস্ত রিপোর্ট সন্তোষজনক। গতরাতে ঘুম হয়েছে অভিনেতার। 

গত কালই জানা গিয়েছিল তিনি করোনামুক্ত হয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল তাও জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর শনিবার ফের একবার হাসপাতালের তরফে জানানো হল, আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন বর্ষীয়ান অভিনেতা । কথাবার্তায় সাড়া দিচ্ছেন। চিনতে পারছেন সকলকে। শুনছেন নিজের পছন্দের রবীন্দ্র সংগীত। 

বেলভিউ হাসপাতাল সূত্রে আরও খবর, কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই আর জ্বর আসেনি তার। এখন ২৪ ঘন্টায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আইটিইউতে রাখা হয়েছে তাকে। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে ফেলুদার।


হিন্দুস্থান সমাচার/মৌসুমী  


 
Top