राष्ट्रीय

Blog single photo

করোনা-সংক্রমিত কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী, রয়েছেন হোম আইসোলেশনে

16/09/2020

বেঙ্গালুরু, ১৬ সেপ্টেম্বর (হি.স.): করোনার প্রকোপ থেকে রেহাই পেলেন না কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ এস বোম্মাইও। এবার মারণ ভাইরাস থাবা বসাল তাঁর শরীরে। শরীরে কোনও উপসর্গ না দেখা দিলেও, তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদেরও করোনা-পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন তিনি।
বুধবার টুইট করে র্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ এস বোম্মাই জানিয়েছেন, বাড়ির একজন কাজের ছেলের করোনা-রিপোর্ট মঙ্গলবার পজিটিভ এসেছিল। আমিও পরীক্ষা করাই এবং সংক্রমিত হয়েছি। কোনও উপসর্গ নেই, সুস্থ আছি এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছি।' টুইটারে তিনি আরও লেখেন, সম্প্রতি আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরাও করোনা-পরীক্ষা করিয়ে নিন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top