করোনা-টিকা নিলেন রাষ্ট্রপতি, সকলকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান
03/03/2021
নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার দিল্লিতে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে (আর আর হাসপাতাল) কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে সেই সময় ছিলেন তাঁর মেয়েও। করোনার ভ্যাকসিন নেওয়ার পর সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "সফলতার সঙ্গে ইতিহাসের বৃহত্তম টিকাকরণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী এবং প্রশাসকদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।" পাশাপাশি সকলকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ছাড়াও এদিন করোনা-টিকা নিয়েছেন সিকিমেরে রাজ্যপাল গঙ্গা প্রসাদ এবং তাঁর স্ত্রী, বুধবার গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে সস্ত্রীক ভ্যাকসিন নিয়েছেন রাজ্যপাল। বুধবারই ভ্যাকসিন নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং তাঁর স্ত্রী লক্ষ্মী পুরী। দিল্লির কৌশাম্বীর যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালে টিকা নিয়েছেন হরদীপ ও তাঁর স্ত্রী। তিরুবনন্তপুরমে এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শিলংয়ে টিকা নিয়েছেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা-যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সিরাও টিকা পাবেন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।