ट्रेंडिंग

Blog single photo

মহিলাদের প্রতি অপরাধমূলক কুকর্মে দোষীদের ফাঁসি হওয়া উচিত : আর কে সিনহা

02/12/2019

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): মহিলাদের প্রতি অপরাধমূলক কাজকর্মে দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত| সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনই দাবি করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা| হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি বেড়ে চলা অপরাধ এবং তাঁদের ন্যায়বিচারের দাবিতে এদিন রাজ্যসভায় সরব হন সাংসদ আর কে সিনহা|
হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যসভায় আলোচনার সময় সাংসদ আর কে সিনহা বলেছেন, হায়দরাবাদের ঘটনা গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে| সাত বছর আগে দিল্লিতে নির্ভয়া কাণ্ডও দেশে আলোড়ন ফেলে দিয়েছিল| সম্প্রতি হায়দরাবাদ এবং রাজস্থানেও এই ধরনের ঘটনা সম্পর্কে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে শোনা ও দেখা গিয়েছে| মহিলা ও মেয়েদের উপর ক্রমবর্ধমান অপরাধের নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল নৈতিক শিক্ষার অভাব ও নেশার প্রভাব| 
সাংসদ আর কে সিনহা আরও বলেছেন, আইন তৈরি করে কিছুই হবে না| তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত| শৈশব থেকেই আমাদের শিশুদের নৈতিক শিক্ষার পাঠদান করতে হবে| রাজ্যসভায় সাংসদ আর কে সিনহা বলেছেন, আমি অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছি| শৈশবে নিজের পড়াশোনার কথা উল্লেখ করে আর কে সিনহা বলেছেন, ছোটবেলায় আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল অপরের স্ত্রী মায়ের সমান এবং অন্যের ধন মলের সমান| এরপরই মহিলাদের প্রতি অপরাধমূলক কাজকর্মে দোষীদের ফাঁসির সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাংসদ আর কে সিনহা| 

হিন্দুস্থান সমাচার| রাকেশ|


 
Top