अंतरराष्ट्रीय

Blog single photo

করোনায় বাংলাদেশের নতুন করে আরও ২৩ জনের মৃত্যু , আক্রান্ত ১২০৯ জন

17/10/2020

ঢাকা, ১৭ অক্টোবর
(হি. স.):
গত ২৪ ঘণ্টায় করোনায় বাংলাদেশের নতুন করে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১২০৯ জনশনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছেগত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২০৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৭,২৯৫ জন। আরও ২৩ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৪৬ জন হয়েছেস্বাস্থ্য অধিদফতরের
তথ্য অনুযায়ী গত
একদিনে  আরও ৫৬০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। নিয়ে বাংলাদেশে
মোট
সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ,০২,২৯৮ জন হয়েছেউল্লেখ্য,
বাংলা দেশে
করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত মার্চ।  এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 

-হিন্দুস্থান সমাচার/ কাকলি 


 
Top