राष्ट्रीय

Blog single photo

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০ কর্মী

03/06/2020


গান্ধীনগর, ৩ জুন (হি. স.) : গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৪০ জন কর্মী। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। কারখানার আশেপাশে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছেবুধবার গুজরাতের ভারুচ জেলার দাহেজ শিল্পাঞ্চলে একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। বয়লার ফাটার সঙ্গে সঙ্গেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সারা কারখানায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশের এলাকা। স্থানীয়দের কথায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। এই বিস্ফোরণে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেনযেহেতু রাসায়নিক কারখানা থেকে নির্গত ধোঁয়া ক্ষতিকর তাই আশেপাশের দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত কর্মীদের ভারুচের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। হিন্দুস্থান সমাচার সোনালি


 
Top