खेल

Blog single photo

ভালো আছেন রোনাল্ডো

17/10/2020
তুরিন, ১৭ অক্টোবর
(হি. স.):
ভালো আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । করোনাভাইরাসের কোনও উপসর্গের লক্ষণ নেই  জুভেন্টাস তারকার মা জানিয়েছেন, ৩৫ বছর বয়সী রোনাল্ডো তুরিনে নিজের বাড়িতে বিশ্রামে আছেনগত মঙ্গলবার লিসবনে করোনা পজিটিভ হন পর্তুগিজ অধিনায়ক। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ফিরে যান তুরিনে। ইতালির ক্রীড়ামন্ত্রীর দাবি, করোনা-প্রোটোকল লঙ্ঘন করেছেন রোনাল্ডোশুক্রবার রিয়াল মাদ্রিদের সাবেক তারকা নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির সুইমিংপুলের পাশে বসে হাসছেন রোনাল্ডো। লিখেছেন, আপনি যা করতে পারেন সেই পথে বাধা হতে দেবেন না, যা করতে পারেন না, সেটিকে।

-হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top