क्षेत्रीय

Blog single photo

“ঠাকুমা ৫০-৬০টা করে বিজয়ার চিঠি লিখতেন” — চিত্ততোষ মুখোপাধ্যায়

09/10/2019

কলকাতা, ৯ অক্টোবর (হি. স.) : ”ঠাকুমা তো ফি বছর ৫০-৬০টা বিজয়ার চিঠি লিখতেন। মেজকাকা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতের লেখা ছিল খুব সুন্দর। আমরা ছোটরা দূরের বড়দের বিজয়ার প্রণাম জানাতাম আলাদা ছোট কাগজে।“

স্যর আশুতোষের নাতি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদরের ভাইপো চিত্ততোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা ও বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল। দেশের নানা কমিটি ও প্রতিষ্ঠানের শীর্ষেও ছিলেন বিভিন্ন সময়ে। তাঁর কথায়, “বিসর্জনের পর চলত প্রণাম-আশীর্বাদের পালা। প্রচুর লোকজন আসত আমাদের বাড়িতে। আমরাও যেতাম। যেখানে যাতায়ত সম্ভব ছিল না চলত পত্রপর্ব। আমরা ছোটরা দূরের বড়দের বিজয়ার প্রণাম জানাতাম আলাদা ছোট কাগজে। বাবা-রা লিখতেন আলাদা কাগজে। তার পর নির্দিষ্ট গন্তব্যর ঠিকানা লিখে এক খামে ভরে দেওয়া হত চিঠিগুলো। 

আস্তে আস্তে বড়রা আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে লাগলেন। বিজয়ার প্রণাম জানানোর লোক কমতে লাগল। ছোটদের অনেকেই ঝুঁকল প্রণাম বা শ্রদ্ধা জানানোর আধুনিক নানা পদ্ধতিতে। তাও এই পুজোর পর এখনও প্রতি বছর কিছু চিঠি পাই। উত্তরও দিই।হিন্দুস্থান সমাচার/ অশোক


 
Top