अंतरराष्ट्रीय

Blog single photo

শুরু হল রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন সিওপি-২৫

02/12/2019


মাদ্রিদ, ২ডিসেম্বর (হি. স.): সোমবার শুরু হল রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৫। স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হওয়া দুই সপ্তাহের এই সম্মেলন চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। 

চিলিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে চলমান বিক্ষোভের কারণে এটি স্পেনে অনুষ্ঠিত হচ্ছে। তবে, সভাপতিত্ব করছেন চিলির পরিবেশমন্ত্রী ক্যারোলিনা স্মিথ সালদিভার।এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের দুইশ’টি দেশের প্রতিনিধিরা। 
 এ সম্মেলনকে সামনে রেখে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্ব এমন এক অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। জলবায়ু সঙ্কট অনিবার্য। তাই এটি মোকাবিলায় রাজনৈতিক নেতাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আগামী ১২ মাস সামনে রেখে, এ সঙ্কটময় সময়ে, বিশেষ করে অতিরিক্ত কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলো থেকে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি আদায় করতে হবে। ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নিরপেক্ষতা অর্জন করতে হবে।
 তিনি আরও বলেন, খননের মাধ্যমে জ্বালানি আহরণ বাদ দিয়ে জ্বালানির চাহিদা পূরণে নবায়নযোগ্য শক্তি ও প্রাকৃতিক সমাধানের দিকে আগাতে হবে। 
এদিকে, বিশ্বের অধিকাংশ দেশই প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে। ২০২০ সালের আগেই জলবায়ু সঙ্কট মোকাবিলায় নতুন পদক্ষেপ নিতে হবে চুক্তিবদ্ধ দেশগুলোকে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছেন, প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে, এর জন্য এক বছর সময় লাগবে।
 হিন্দুস্থান সমাচার /কাকলি


 
Top