क्षेत्रीय

Blog single photo

ক্লাব দখলকে ঘিরে কসবায় চলল গুলি, এলাকায় উত্তেজনা

02/12/2019


কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.) : রবিবার রাতে ক্লাব দখলকে ঘিরে তুলকালাম কসবা এলাকাতে। এই ঘটনার জেরে গুলির ছোঁড়ায় একজন গুরুতরভাবে জখম হয়েছেন। ঘটনা ঘটছে দক্ষিণ কলকাতার কসবা এলাকাতে। জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, রবিবার সকালে একদল লোক গিয়ে ঝামেলা করে কসবার জিএস বসু রোডের ক্লাবে। ক্লাবের কয়েকজন সদস্যকে শাসিয়ে তখনকার মতো এলাকা ছাড়ে তাঁরা। এরপরেই এই হুমকি ও শাসানোর কথা জানিয়ে সকালেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
এই ঘটনার জের চলে রাতেও। ফের একবার রাতে চড়াও হয় দুষ্কৃতীরা। ফের গোলমাল বাঁধে ক্লাবের সঙ্গে। অভিযোগ, সে সময় গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁদের ছোঁড়া গুলিতে জখম হন এক ব্যক্তি। এরপরে স্থানীয়রা ক্ষেপে গিয়ে বেরিয়ে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার আগে যথেচ্ছ বোমাবাজিও করে তাঁরা। এরপর ঘটনাস্থানে আসে পুলিশ ও গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসাররা। কিন্তু পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, সকালে অভিযোগ পাওয়ার পরই যদি পুলিশ সক্রিয় হত তবে রাতে হয়তো শ্যুটআউটের ঘটনা ঘটত না। এই মুহুর্তে এলাকায় পুলিশি পাহারা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়


 
Top