राष्ट्रीय

Blog single photo

আতশবাজি ফেটে বিপত্তি! চেন্নাইয়ে আবর্জনার স্তূপে ভয়াবহ আগুন

06/04/2020

চেন্নাই, ৬ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে ১৩০ কোটি দেশবাসীই। তা জানান দেওয়ার জন্যই ৫ এপ্রিল রাত ন'টায় ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো বন্ধ করে, মোমবাতি, প্রদীপ অথবা মোবাইলের ফ্লাশলাইট জ্বালানোর আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিলেন দেশবাসী। কিন্তু, দেশের বিভিন্ন প্রান্তেই দেখা যায় অনেকে আতশবাজি ফাটাতে থাকেন। এই আতশবাজি ফাটানোর কারণেই মারাত্মক বিপত্তি ঘটল তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে।
রবিবার রাতে আতশবাজির আগুন ছড়িয়ে পড়ে চেন্নাইয়ে এরনাভুর এলাকায় আবর্জনার স্তূপে।
মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, জনবহুল এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয় মানুষজন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top