क्षेत्रीय

Blog single photo

ডেঙ্গুতে মৃত বারাকপুরের বাসিন্দা

02/12/2019

বারাকপুর, ২ ডিসেম্বর (হি. স.) :  ফের প্রাণ কাড়ল এবার সাগরদত্ত মেডিক্যাল কলেজে ডেঙ্গুতে মৃত্যু হল বারাকপুরের বাসিন্দা জীবন দাসের। সূত্রের খবরমৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর উল্লেখ রয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাকপুরের বাসিন্দা বছর ৬৪-এর জীবন দাস। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শে জ্বর না সারায় সাগরদত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে তাঁর। হাসপাতালে শুরু হয় চিকিৎসা। এরপর রবিবার রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top