विदेश

Blog single photo

৯১-হাজার ছুঁইছুঁই করোনা-সংক্রমণ, ব্রাজিলে ৩.৪১-লক্ষাধিক মৃত্যু

08/04/2021

রিও ডি জেনেইরো, ৮ এপ্রিল (হি.স.): দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা আরও বাড়ল ব্রাজিলে, একইসঙ্গে মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা কেড়ে নিয়েছে ৩ হাজার ৭৩৩ জনের প্রাণ, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০,৯৭৩ জন। ফলে বাড়তে বাড়তে ব্রাজিলে ৩ লক্ষ ৪১ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ০৯৭-তে পৌঁছেছে।
করোনা-সংক্রমিত রোগীর সংখ্যাও ঊর্ধ্বমুখী ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৯০,৯৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৩,১৯৭,০৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১,৬৬৪,১৫৮ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১১,৯১,৭৭৬ জন। 

হিন্দুস্থান সমাচার। রাকেশ। 


 
Top