भारत

Blog single photo

“পরীক্ষাই জীবনের সমস্ত স্বপ্নের শেষ নয়”, ‘পরীক্ষা পে চর্চা’য় জানালেন প্রধানমন্ত্রী

07/04/2021


নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.) :  পরীক্ষাই জীবনের সমস্ত স্বপ্নের শেষ নয় বরং ঠান্ডা মাথায় এর মোকাবিলা করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সন্ধেয় পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’য় মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
দেশজুড়ে ফের করোনার রক্তচক্ষু ক্রমশ তীব্র হচ্ছে। সেই আতঙ্কের মধ্যেই এগিয়ে আসছে বোর্ডের পরীক্ষাও। এই পরিস্থিতিতে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা গেল তাঁকে। তবে এবারের অনুষ্ঠান ছিল ‘ভার্চুয়াল’। সকলের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে পরীক্ষা ভীতি কমিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে জোর দিলেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দিলেন, পরীক্ষা মোটেই কোনও জীবনমরণ সমস্যা নয়। ঠান্ডা মাথায় এর মোকাবিলা করা উচিত। আমরা গত বছর করোনা সংক্রমনের পরিস্থিতির মধ্যে বেঁচে ছিলাম এবং তার মধ্যেও নতুন কিছু করার এক সংকল্প তৈরি হয়েছিল। 
এরই পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, তাঁরা যেন পড়াশোনার জন্য বাচ্চাদের উপরে অহেতুক চাপ না দেন। যদি বাহ্যিক চাপ কমে যায়, তাহলে পরীক্ষার চাপ অনুভূতই হবে না বলে মত প্রধানমন্ত্রীর। তাঁর মতে, বাচ্চারা যদি বাড়িতে আতঙ্কমুক্ত থাকতে পারে তাহলেই তাদের আত্মবিশ্বাস দ্রুত বাড়বে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top