क्षेत्रीय

Blog single photo

ন্যাশনাল মেডিক্যালের হোস্টেলে জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু

16/09/2020

কলকাতা, ১৬ সেপ্টেম্বর ( হি. স.) : করোনা আবহে ফের শহরে রহস্য মৃত্যু। বুধবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে থেকে উদ্ধার হয়েছে এক জুনিয়ার চিকিৎসকের মৃতদেহ। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। 


 জানা যাচ্ছে,ন্যাশনাল মেডিক্যালের মৃত জুনিয়র চিকিৎসক দিব্যেন্দু সরকার গোসাবার বাসিন্দা ছিলেন। বর্তমানে বেনিয়াপুকুর রোডের হোস্টেলে থাকতেন তিনি। কিন্তু এরই মাঝে বুধবার সকাল থেকে বার বার ফোন করেও ফোনে পাওয়া যায়নি মৃত ওই জুনিয়র চিকিৎসককে। এরপর হোস্টেলে এসে দরজা ধাক্কালে ও দরজা খোলে না সে। এরপরেই সন্দেহ হওয়াতে কর্তৃপক্ষকে গোটা ঘটনাটি জানায় তারা। খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই চিকিৎসক। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। হিন্দুস্থান সমাচার / পায়েল


 
Top