ट्रेंडिंग

Blog single photo

গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ২,০৫৮ জন

06/04/2021

06/04/2021

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.): ফের রাজ্য জুড়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে  করোনা আক্রান্ত ২,০৫৮ জন । মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। 
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন করে ২,০৫৮ জন আক্রান্ত হওয়ার ফলেমোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৯৭,৬৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। যার জেরে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০,৩৫৫ জন। একদিনে সুস্থ হয়েছেন  ৭২২ জন। যার জেরে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৫,৭৪,৫০৪। ফলে রাজ্যে সুস্থতার হার  হল ৯৬.১৩ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা টেস্ট হয়েছে ৯৩,৩৩, ৮০১ তিন । গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ২৯,৩৯৪। 
হিন্দুস্থান সমাচার/ পায়েল  
 


 
Top