खेल

Blog single photo

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে প্রসস্ত করল ম্যাঞ্চেস্টার সিটি

07/04/2021


 ম্যাঞ্চেস্টার, ৭ এপ্রিল (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে প্রসস্ত করল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারাল। ইতিয়াদ স্টেডিয়ামে শেষ মুহূর্তে ফিল ফোডেনের গোলে জয় নিশ্চিত করে ম্যাঞ্চেস্টার সিটি ৷ আগামী বুধবার ফিরতি লিগে অ্যাওয়ে ম্যাচ ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ম্যান সিটি ৷
ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে ম্যান সিটি এগিয়ে থাকলেও প্রথম সুযোগটি পেয়েছিল ডর্টমুন্ড। সপ্তম মিনিটে ডি-বক্স থেকে জুড বেলিংহামের শট ফেরান সিটি গোলরক্ষক এদেরসন। কিন্তু ১৯ মিনিটে গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই সাফল্য পায় সিটি। ডি ব্রুইন বল নিয়ে এগিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে মাঠ ছাড়ে ম্যান সিটি৷ দ্বিতীয়ার্ধের মিনিট কুড়ি পর ব্যবধান বাড়ানোর সুযোগ পায় গুয়ার্দিওলার দল৷ ব্রুইনের পাস থেকে ফোডেনের নেওয়া শট পা-দিয়ে ফেরান ডর্টমুন্ড গোলরক্ষক। ৮৪ মিনিটে মার্কো রয়েসের গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড। দীর্ঘক্ষণ এগিয়ে থাকার পর ৯০ মিনিটে ফোডেনের গোলে শেষ হাসি হাসে তারা ৷ জয়ের আনন্দে মাঠ ছাড়ে গুয়ার্দিওলার ছেলেরা৷

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 
Top