राष्ट्रीय

Blog single photo

মৃদু ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ, চম্বায় ৩.১ তীব্রতার কম্পন

06/04/2020

শিমলা, ৬ এপ্রিল (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক! ফের ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। সোমবার সকালে ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে ওঠে চম্বা অঞ্চল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় এদিনের ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি), হিমাচল প্রদেশ জানিয়েছে, সোমবার সকাল ৭.০৩ মিনিট ৩.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের চম্বা অঞ্চল। মৃদু ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূমিকম্পের জেরে হিমাচল প্রদেশের চম্বা জেলা জুড়েই আতঙ্ক তৈরি হয়|

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top