राष्ट्रीय

Blog single photo

অবশেষে স্বস্তি! দুবাই থেকে দেশে ফিরলেন ১৫৩ জন ভারতীয় নাগরিক

03/06/2020

চন্ডীগড়, ৩ জুন (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ রুখতে, লকডাউন লাগু হওয়ার পরই বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন অসংখ্য ভারতীয় নাগরিক। 'বন্দে ভারত মিশন'-এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় নাগরিকদের। এবার দুবাই থেকে ভারতে ফিরিয়ে আনা হল ১৫৩ জন ভারতীয় নাগরিককে। মঙ্গলবার রাতে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান, ওই বিমানেই ভারতে এসেছেন ১৫৩ জন নাগরিক।
চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড-এর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে চন্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান এআই ১৯১৬। দেশে ফিরে এসেছেন ১৫৩ জন ভারতীয় নাগরিক। ১৫৩ জন যাত্রীর মধ্যে ৮০ জন পঞ্জাবের, ১১ জন চন্ডীগড়, ১৩ জন হরিয়ানা, ৩৭ জন হিমাচল প্রদেশ, ৪ জন জম্মু-কাশ্মীর, ৪ জন দিল্লি, দু'জন উত্তরাখণ্ড এবং দু'জন উত্তর প্রদেশের বাসিন্দা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 
Top