खेल

Blog single photo

আগামী অলিম্পিকে বিদেশি দর্শকদের নো এন্ট্রির সিদ্ধান্ত আয়োজক সংস্থার

03/03/2021

টোকিও, ৩ মার্চ (হি. স.) : করোনার পরিস্থিতিতে অলিম্পিক  নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারছে না আয়োজক দেশ জাপান ও অলিম্পিক কমিটি।  তাই আগামী অলিম্পিকে বিদেশি দর্শকদের নো এন্ট্রির সিদ্ধান্ত নিতে ই নাকি নিতে চলেছে সে দেশের প্রশাসন। বুধবার টোকিওর সংবাদ মাধ্যমের দাবি, চলতি মাসেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। অলিম্পিক সংস্থা সহ অলিম্পিকের সঙ্গে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারবে সরকার।

জাপান প্রশাসনের  আশঙ্কা, অলিম্পিককে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে দর্শকরা আসবেন। আর তাতে টোকিও এবং গোটা জাপানের করোনা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তাই দর্শক হিসেবে শুধু জাপানীদের গ্যারালিতে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। তবে সংখ্যা কতটা সেটা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি প্রশাসন। সব পক্ষের বৈঠকে সেই বিষয়েও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।  হিন্দুস্থান সমাচার / সোনালি


 
Top