खेल

Blog single photo

সাফল্য পেতে ৬-৭টা ম্যাচে একই কম্বিনেশন নিয়ে মাঠে নামুক আরবিসি : গম্ভীর

14/09/2020


দুবাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : শুরুটা ভালো না হলেও ৬-৭টা ম্যাচে একই কম্বিনেশন নিয়ে মাঠে নামুক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমনই পরামর্শ টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের । 

বরাবর তারকাখচিত দল নিয়েও আইপিএলে ব্যর্থ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবিষয়ে গৌতম গম্ভীরের মত, ধোনি ও কোহলির ক্যাপ্টেন্সির পার্থক্যই এক্ষেত্রে তফাৎ গড়ে দেয়। 

বিরাট কোহলি ও এমএস ধোনির মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে, ধোনি ৬-৭টা ম্যাচে একই কম্বিনেশন ধরে রাখে। যদি আপনি আরসিবির প্রবণতার দিকে লক্ষ্য করেন, তবে দেখবেন, ওরা খুব তাড়াতাড়ি কম্বিনেশন বদলায়। কারণ, ওদের মনে সংশয় থাকে যে, ওদের প্রথম একাদশে হয়ত যথেষ্ট ভারসাম্য নেই।’

গম্ভীর বলেন, আমি চাই আরসিবির শুরুটা ভালো না হলেও ৬-৭টা ম্যাচে একই কম্বিনেশন নিয়ে মাঠে নামুক। তবেই ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে পারবে। ২-১টা ম্যাচের পরেই বাদ পড়লে সেরাটা দেওয়া কখনই সম্ভব নয়।’

-হিন্দুস্থান সমাচার/ কাকলি  
Top