विदेश

Blog single photo

২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করতে চান ট্রাম্প

02/03/2021


ফ্লোরিডা, ২ মার্চ (হি.স.) : এখনই পিছু হটছেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়াই করতে চান ট্রাম্প। তিনি বলেন, আমি ধারণাই করতে পারছি না, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের বাছাইপর্বে আমাকে কেউ হারাতে পারবেন।

ফ্লোরিডার অরল্যান্ডোয় কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, “আপনাদের সাহায্যে আমরা কংগ্রেসের নিম্নকক্ষ পুনর্দখল করব। সেনেটও আমাদের দখলে চলে আসবে। তারপরে ২০২৪ সালে একজন রিপাবলিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউসে বিজয়ী প্রত্যাবর্তন হবে। কে হতে পারে সেই প্রেসিডেন্ট?” বলে তাঁর সহাস্য সংযোজন, “কে, কে, কে, কে হবে সেই প্রেসিডেন্ট? ভাবছি আমি।”

রিপাবলিকান পার্টির জন্য ভালো কাজ করেছেন বলে দাবি করে তিনি বলেন, আমেরিকার ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতি ছিল তার সময়ে। দেশের ভিত্তি এমনই মজবুত হয়েছে যে, অন্য কোনও দেশ এমন করার চিন্তাও করতে পারবে না।

ওই সমাবেশে দেওয়া বক্তৃতায় ট্রাম্প নজিরবিহীনভাবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্প শুধু ডেমোক্র্যাট প্রেসিডেন্টকেই সমালোচনা করে ক্ষান্ত হননি, তিনি রিপাবলিকান পার্টিতে তার বিরোধিতা করেছেন—এমন লোকজনের সঙ্গ ত্যাগ করার জন্য দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

-হিন্দুস্থান সমাচার/ কাকলি


 
Top