Hindusthan Samachar
Banner 2 सोमवार, जनवरी 21, 2019 | समय 04:43 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

বেতন কম দেওয়ার অভিযোগে দুর্গাপুরে আন্দোলনে আইসডিএস কর্মীরা

By HindusthanSamachar | Publish Date: Nov 5 2018 6:45PM
বেতন কম দেওয়ার অভিযোগে দুর্গাপুরে আন্দোলনে আইসডিএস কর্মীরা
দুর্গাপুর, ৫ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষনা মতো বেতন বৃদ্ধি হয়েছিল। আচমকা সেই বেতন কমে যাওয়ায় আন্দোলনের ডাক দিল শিল্পশহরের আইসিডিএস কর্মীরা। সোমবার বর্ধিত বেতনের দাবীতে দুর্গাপুর মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মী সমিতি। জানা গেছে, দুর্গাপুর পুরসভা এলাকায় প্রায় ২০০ মতো অঙ্গনওয়াড়ী কেন্দ্র রয়েছে। প্রায় ৪০০ কর্মী ও সহায়িকা রয়েছে। এদিন ডেপুটেশন দিতে আসা অনিতা সরকার জানান,'' গত আগষ্ট মাসে মুখ্যমন্ত্রী আমাদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি ঘোষনা করেছিলেন। সেই মতো বর্ধিত বেতন অনুযায়ী ২৮৫০ টাকা করে পাচ্ছিলাম। গত মাসে ওই বেতন আচমকায় একধাক্কা সাত''শ টাকা কমিয়ে ২২৫০ টাকা দেওয়া হয়। বেতন কমানোর কোন সার্কুলার হয়েছে বলে জানা নেই। তবে কেন কমানো হল আমাদের বেতন এটা জানতে চাই। এবং বর্ধিত বেতনের দাবীতে আন্দোলন। সুবিচার না পেলে বৃহত্তর আন্দোলনে নামব।" হিন্দুস্থান সমাচার / জয়দেব
image