Hindusthan Samachar
Banner 2 शनिवार, अप्रैल 20, 2019 | समय 05:58 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

ফের বুনো হাতির হামলা, সামাগুড়িতে গুরুতর আহত মহিলা

By HindusthanSamachar | Publish Date: Nov 6 2018 2:19PM
ফের বুনো হাতির হামলা, সামাগুড়িতে গুরুতর আহত মহিলা
নগাঁও (অসম), ৬ নভেম্বর (হি.স.) : গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বুনো হাতির হামলায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি এক মহিলাও দামাল-হামলায় সংকটজনক অবস্থায় নগাঁও সরকারি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দামালের হামলায় তিনজনের মৃত্যুর পর আজ মঙ্গলবার এক মহিলাকে আছড়ে মেরে গুরুতর আহত করেছে বুনো হাতির দল। প্রাপ্ত খবরে জানা গেছে, আজ ভোরে নগাঁও জেলার সামাগুড়ির কেঁকোরাচুক গ্রামে বুনো হাতির আক্ৰমণে আহত হয়েছেন জনৈক মহিলা। আহত মহিলার নাম নিজু বরা। তাঁকে সঙ্গে-সঙ্গে চিকিৎসার জন্য নগাঁও জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার থেকে অঞ্চলে অব্যাহত হাতির উপদ্ৰব। সোমবার উজান অসমের যোরহাট জেলার তিতাবর এবং নিম্ন অসমের বিটিএডি-র বাকসা জেলার অন্তর্গত ভারত-ভুটান সীমান্তবর্তী গ্রামে দুই ব্যক্তিকে মারার পর এদিনই দুপুরের দিকে লামডিঙে জনৈক কৃষক বাহাদুর ছেত্রীকে আছড়ে মেরে ফেলেছে বুনো হাতি। লামডিঙের জাতীয় সড়ক সংলগ্ন তাঁর ধানখেতে কাজ করছিলেন। সে সময় নিকটবর্তী জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে এসে বাহাদুর ছেত্রীকে আক্রমণ করে। এর আগে গতকাল বুনো হাতির হামলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল। তাছাড়া আহত হয়েছেন আরও দুজন। এদিন ভোরে তিতাবরের লেটেকুজান চা বাগানের শ্রমিক লাইনে এক দল বুনো হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই বাগানে জনৈক রমেশ পাত্ৰ নামের অন্য ব্যক্তি হাতির আক্রমণে আহত হয়েছেন। অন্য ঘটনা বিটিএডি-র বাকসা জেলার অন্তর্গত ভারত-ভুটান সীমান্তবর্তী গ্রামে ঘটেছে। সেখানে বুনো হাতির হামলায় সুকুমারসিং নাৰ্জারি নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক কৃষক কামাখ্যা বসুমতারি আহত হয়েছেন। হিন্দুস্থান সমাচার / মোনালি / এসকেডি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image