Hindusthan Samachar
Banner 2 गुरुवार, जनवरी 24, 2019 | समय 10:16 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

কালী পুজোর উদ্বোধনে এসে রাম মন্দিরের পক্ষেই সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

By HindusthanSamachar | Publish Date: Nov 6 2018 9:50PM
কালী পুজোর উদ্বোধনে এসে রাম মন্দিরের পক্ষেই সওয়াল করলেন শমীক ভট্টাচার্য
বসিরহাট, ৬ নভেম্বর (হি. স) :-''অযোধ্যায় রাম মন্দির ছিল, আছে, থাকবে''। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের পুরাতন বাজার ঐকতান সংঘের কালী পুজোর উদ্বোধন করতে এসে এই ভাবেই রাম মন্দিরের পক্ষে সওয়াল করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষদের সম্মান দিতেই অযোধ্যার গর্ভগৃহে রাম মন্দির নির্মিত হবে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় হাসনাবাদের পুরাতন বাজার ঐকতান সংঘের কালী পুজোর উদ্বোধন করতে আসেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মন্ডপের মূল দ্বারে ফিতে কেটে ও প্রদীপ জ্বেলে পুজোর উদ্বোধন করেন তিনি। দ্বিতীয় বছরে এবছর ঐক্যতান সংঘের পুজোর মন্ডপে লেগেছে থীমের ছোঁয়া। অযোধ্যার রাম মন্দিরের আদলে গড়ে উঠেছে ঐকতান সংঘের পূজা মন্ডপ। আর মণ্ডপের সামনেই রয়েছে রামভক্ত হনুমান এর মূর্তি। প্রায় লক্ষাধিক টাকার বাজেটে আয়োজিত এই ঐক্যতান সংঘের পুজো উদ্বোধন করেন শমীক ভট্টাচার্য।অযোধ্যা থেকে কয়েক হাজার মাইল দূরে হাসনাবাদের কালী মন্ডপে রামন্দিরের আদল উঠে আসার বিষয়ে তাকে প্রশ্ন করলে রাম মন্দিরের বিষয়ে উল্লেখ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, '' ভারতই রাম আবার রামই ভারত। ভারতবর্ষের সভ্যতা-সংস্কৃতির প্রতীক হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। এই মুহূর্তে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষের তথা দেশের বৃহত্তর জনসমাজের যে আবেগ তাদের যে আত্মমর্যাদা বোধ সেটা কে বাঁচিয়ে রাখার জন্যই অযোধ্যার গর্ভগৃহে রাম মন্দির নির্মিত হবে। আর তাই সেই আবেগের ছোঁয়াতেই অযোধ্যা থেকে এত দূরেও সীমান্ত শহর হাসনাবাদের কালী মন্ডপে লেগেছে রাম মন্দিরের ছোঁয়া''। হিন্দুস্থান সমাচার / পরিমল /কাকলি
image