Hindusthan Samachar
Banner 2 गुरुवार, जनवरी 24, 2019 | समय 10:27 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

৪.০১ প্রাবল্যের মৃদু ভূকম্প মণিপুরে, ক্ষয়ক্ষতির খবর নেই

By HindusthanSamachar | Publish Date: Nov 7 2018 1:17PM
৪.০১ প্রাবল্যের মৃদু ভূকম্প মণিপুরে, ক্ষয়ক্ষতির খবর নেই
ইমফল, ৭ নভেম্বর, (হি.স.) : মৃদু ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে মণিপুরের চান্দেল-সহ পার্শ্ববর্তী এলাকা। বুধবার ভোর ৪-টে ২০মিনিট ৪0 সেকেন্ডে ৪.০১ প্রাবল্যে কেঁপে উঠেছে রাজ্যার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মায়ানমার সীমান্তবর্তী চান্দেল জেলা। তবে স্বল্প মাত্রার ভূকম্পে কোনও ক্ষষ়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাপ্ত খবরে প্রকাশ, মৃদু ভূকম্পন হওয়ায় এবং শেষ রাতের ঘুমে আচ্ছন্ন থাকায় এর ধাক্কা অধিকাংশ মানুষ টের পাননি। ভারতীয় আবহাওয়া-বিজ্ঞান দফতর (আইএমডি) সূত্রে জানা গেছে, হালকা মাত্রার এই ভূকম্পের উৎসস্থল ছিল মায়ানমার সীমান্তবর্তী রাজ্যের (মণিপুর) দক্ষিণাঞ্চল চান্দেল জেলার ভূপৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে এপিএফ ২৪.০১° উত্তর অক্ষাংশ এবং ৯৪° পূর্বে। আবহাওয়া দফতর সূত্র জানিয়েছে, সিসমিকের হিসেবে উত্তর-পূর্বাঞ্চল পাঁচের মধ্যে রাখা হয়েছে। তাই অঞ্চলে ঘন-ঘন ভূকম্প সংঘটিত হয়। প্রসঙ্গ গত ২৪ এবং ২৮ এপ্রিল অনুরূপ ভূমিকম্প সংঘটিত হয়েছিল ভারতের মণিপুর-মায়ানমার সীমান্তে। তাছাড়া চলতি বছর গত ১ জানুয়ারি মণিপুরের ইমফলে ৩.২ তীব্রতার ভূকম্প হয়েছিল। পাশাপাশি অসমের দরং জেলায় এই কম্পনের তীব্রতা ছিল তিন। ২ জুন ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছিল পূর্বোত্তর ভারতের অরুণাচল প্রদেশ। হিন্দুস্থান সমাচার / এসকেডি
image