Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, अप्रैल 26, 2019 | समय 01:17 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

প্রেমে প্রত্যাখাত, আত্মঘাতী হলেন প্রেমিকা

By HindusthanSamachar | Publish Date: Nov 7 2018 9:46PM
প্রেমে প্রত্যাখাত, আত্মঘাতী হলেন প্রেমিকা
বহরমপুর, ৭ নভেম্বর (হি.স.) : প্রেমে প্রত্যাখাত হওয়ায় আত্মঘাতী হলেন প্রেমিকা। মৃতের নাম মাম্পি দাস (১৪)। মুর্শিদাবাদের বড়ঞা থানার কামদেববাটি গ্রামের ঘটনা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। কামদেববাটি গ্রামের বাসিন্দা সাটিতারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাম্পি। বুধবার দুপুরে নিজের বাড়িতে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় মাম্পি। গ্রামেরই বাসিন্দা উৎপল দাসের সঙ্গে গত ছ’মাস ধরে সম্পর্ক চলছিল মাম্পির। একাদশ শ্রেণির ওই ছাত্রের সঙ্গে প্রনয় ঘটিত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে অভিযোগ। মঙ্গলবার রাতে দু’জন ফোনে কথা বলার সময়ে ফোনে ঝগড়া হয়। বিয়ে করতে রাজি হচ্ছিল না উৎপল। আর তার জেরেই অভিমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হয় প্রেমিকা মাম্পি। বাড়ির সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image