Hindusthan Samachar
Banner 2 शुक्रवार, दिसम्बर 14, 2018 | समय 15:38 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

চাপড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি, মৃত ২

By HindusthanSamachar | Publish Date: Nov 8 2018 1:18PM
চাপড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি, মৃত ২
নদিয়া, ৮ নভেম্বর (হি.স.) : নদিয়ার চাপড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি। একইসঙ্গে বলি হল দুই ভাই। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় জখম হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, মৃত দুজনের নাম সুবান ঢাকি (২৭) ও সাবদুল ঢাকি (২৫)। ধান কাটার মরসুমে ভিন জেলা ও রাজ্য থেকে বহু মানুষের ভিড় জমে এ সময়। চাপড়ার মল্লিকপাড়ার বাসিন্দা দুই ভাই সুবান ও সাবদুলও ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার ফাঁকে বিডিও অফিসের সামনে রাস্তার উপরে একটি চায়ের দোকানে খাবার খেতে আসেন তাঁরা। সেই সময়ই প্রচণ্ড গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ওই দোকানটিতে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই দোকানে আসা আরও একজন। তাঁকে চাপড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন। আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাঁকে কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করেন ডাক্তাররা। দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। হিন্দুস্থা‍ন সমাচার /সোনালী
image