Hindusthan Samachar
Banner 2 बुधवार, मार्च 27, 2019 | समय 01:50 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

ভূস্বর্গে ৪.৬ তীব্রতার ভূমিকম্প, সাত সকালে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

By HindusthanSamachar | Publish Date: Jan 10 2019 11:51AM
ভূস্বর্গে ৪.৬ তীব্রতার ভূমিকম্প, সাত সকালে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
শ্রীনগর, ১০ জানুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক ভূস্বর্গে| সাত সকালে হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন| অনেকেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮.২২ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৪.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, আচমকাই কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন ভূস্বর্গের মানুষজন| উল্লেখ্য, কাশ্মীর উপত্যকা এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল| ভূস্বর্গে প্রায়ই হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| হিন্দুস্থান সমাচার/ রাকেশ
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image