Hindusthan Samachar
Banner 2 मंगलवार, मार्च 19, 2019 | समय 21:12 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

সলগইয়ে সড়ক দুর্ঘটনা, আহত তিন

By HindusthanSamachar | Publish Date: Jan 10 2019 5:21PM
সলগইয়ে সড়ক দুর্ঘটনা, আহত তিন
পাথারকান্দি (অসম), ১০ জানুয়ারি, (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি মহকুমার বাজারিছড়া থানা এলাকার সলগই‌য়ে ৮ নম্বর জাতীয় সড়‌কে এক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনৈক বিজে‌পি কারর্যকর্তা-সহ তিনজন। ঘটনা আজ বৃহস্পতিবার সকা‌ল প্রায় ৯.৩০ মিনিট নাগাদ সংঘটিত হয়েছে দুই মোটর বাইকের সংঘ‌র্ষজনিত দুর্ঘটনায়। আহত তিনজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রত্যক্ষদ‌র্শীরা জানিয়েছেন, এদিন সকা‌লে বৈঠাখাল ব‌স্তির বি‌জে‌পি কার্যকর্তা আব্দুল কায়ুম তাঁর লাল রংঙের ‌টিআর ০৫ এ ৬৩১৮ নম্ব‌রের পালসার বাইক নি‌য়ে সলগই শিবম‌ন্দির এলাকার আট নম্বর জ‌তীয় সড়‌কের পা‌শে দাঁড়ি‌য়ে একজ‌নের সঙ্গে কথা বল‌ছি‌লেন। এমন সম‌য় পাথারকা‌ন্দি থানার অন্তর্গত তিনখাল এলাকার করছারঘাট গ্রা‌মের অজয়কুমার সিংহ (২০) এবং পিএইচ তইবা সিংহ (১৮) না‌মের দুই যুবক এএস ১০‌ডি ০৭৩৯ নম্ব‌রের বাইকো লোয়াইর‌পোয়ার দিকে যাওয়ার সময় শিবম‌ন্দিরের কাছে আব্দুল কায়ুমের বাইকে এসে ধাক্কা দেয়। এতে দু‌টি বাইক সড়‌কের উপর পড়েদ গেলে আহত হন তিন জন। প‌রে আহত‌দের ত‌ড়িঘ‌ড়ি প্রথ‌মে পাথারকা‌ন্দি হাসপাতা‌লে আনা হয়। কিন্তু কায়ু‌মের অবস্থা সংকটজনক হওয়া‌য় তাঁকে শিলচর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠিয়ে দেন পাথারকান্দি হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা। অন্য দুজ‌নের চি‌কিৎসা চল‌ছে পাথারকান্দি হাসপাতা‌লেই। এদিকে বাজা‌রিছড়া থানার এসআই পবিত্র ডেকা জানান, দুর্ঘটনাগ্রস্ত দুই বাইক বাজয়াপ্ত করা হ‌য়ে‌ছে। মে‌ডি‌ক্যাল রি‌পোর্ট হা‌তে আসার পর পরবর্তী পদ‌ক্ষেপ নেবে পু‌লিশ। তিনি জানান, ভাঙাচোরা রাস্তার জন্য নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটছে। হিন্দুস্থান সমাচার / অমল / এসকেডি / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image