Hindusthan Samachar
Banner 2 रविवार, मार्च 24, 2019 | समय 06:48 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

চিটফান্ড সংস্থায় হানা সিবিআইয়ের

By HindusthanSamachar | Publish Date: Jan 10 2019 6:56PM
চিটফান্ড সংস্থায় হানা সিবিআইয়ের
কলকাতা, ১০ জানুয়ারি (হি.স ) : বৃহস্পতিবার মঙ্গলম অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে এক চিটফান্ড সংস্থার অফিসে হানা দিল সিবিআই । পাশাপাশি বেহালায় ওই সংস্থার ডিরেক্টরদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই । চিটফান্ড-কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর রাজ্যে যে সব ভুয়ো অর্থলগ্নি সংস্থা রয়েছে, তার একটি তালিকা তৈরি করে সিবিআই । প্রথম দিকেই নাম উঠে আসে সারদা, রোজভ্যালি, এমপিএস-এর মতো সংস্থাগুলোর । এ ছাড়াও রাজ্যে বেশ কয়েকটি চিটফান্ড সংস্থার সক্রিয় থাকার প্রমাণ পান কেন্দ্রীয় গোয়েন্দারা । অনেক চিটফান্ড সংস্থা ব্যবসার ধরন বদলেও, বেশ কয়েক বছর সক্রিয় ছিল । একে একে ওই সব বেআইনি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে । ওই সব চিটফান্ডগুলোর মধ্যে অন্যতম মঙ্গলম অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেড । ওই সংস্থা এ রাজ্য ছাড়াও, আরও কয়েকটি রাজ্যে সেবি ও আরবিআইয়ের অনুমোদন ছাড়াই বাজার থেকে কয়েক কয়েকশো কোটি টাকা তুলেছে বলে অভিযোগ উঠেছে । সিবিআই সূত্রে খবর, মঙ্গলমের বেশির ভাগ কর্তা ব্যক্তিদের বাড়ি বেহালা এলাকায় । তাদের মধ্যে অনেকেই এখন পলাতক । এই তল্লাশি অভিযানে বেশ কিছু নথিপত্র হাতে এসেছে । সেগুলি খতিয়ে দেখা হচ্ছে । সিবিআই সূত্রে খবর, সংস্থাগুলির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের তলব করা হতে পারে । হিন্দুস্থান সমাচার / হীরক/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image