Hindusthan Samachar
Banner 2 गुरुवार, मार्च 21, 2019 | समय 15:29 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

তামিল অভিনেতার কাটআউট ভেঙে বিপত্তি, গুরুতর আহত পাঁচ

By HindusthanSamachar | Publish Date: Jan 10 2019 8:21PM
তামিল অভিনেতার কাটআউট ভেঙে বিপত্তি, গুরুতর আহত পাঁচ
চেন্নাই, ১০ জানুয়ারি (হি.স.) : প্রখ্যাত তামিল অভিনেতা অজিতের বিশাল কাটআউটটিকে দুধ দিয়ে তাঁর অনুরাগীরা স্নান করাতে যাচ্ছিল। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কাটআউটটি। এই ঘটনায় গুরুতর আহত হন পাঁচ অনুরাগী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তামিলনাডুর থিরুকোভিলুরে প্রেক্ষাগৃহের বাইরের প্রখ্যাত তামিল অভিনেতা অজিতের বিশাল কাটআউটে দুধ দিয়ে স্নান করাতে যাওয়ার সময় কাটআউটটি ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনই অজিতের বিশ্বাসম ছবি মুক্তি পেয়েছে। পাশাপাশি মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত পেট্টা। প্রসঙ্গত, দক্ষিণ ভারতে কোনও ছবি মুক্তি পেলে প্রখ্যাত অভিনেতাদের বিশালকায় কাটআউটগুলিকে দুধ দিয়ে স্নান করানোর রেওয়াজ প্রচলন রয়েছে। এই প্রথাকে ‘পাল অভিষেকম’ বলা হয়। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর/ কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image