Hindusthan Samachar
Banner 2 बुधवार, मार्च 27, 2019 | समय 01:50 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

বাগনানে দুর্ঘটনার কবলে গঙ্গাসাগরগামী বাস : মৃত্যু একজন প্রবীণ যাত্রীর, আহত ১৪

By HindusthanSamachar | Publish Date: Jan 12 2019 11:15AM
বাগনানে দুর্ঘটনার কবলে গঙ্গাসাগরগামী বাস : মৃত্যু একজন প্রবীণ যাত্রীর, আহত ১৪
হাওড়া, ১২ জানুয়ারি (হি.স.): হাওড়া জেলার বাগনানে দুর্ঘটনার কবলে পড়ল গঙ্গাসাগরগামী একটি বাস| শনিবার সকালে বাগনানের চন্দ্রপুরে, ছ’নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাস এবং ডাম্পারের জোরালো সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে গুরুতর আহত হন কমপক্ষে ১৫ জন| তাঁদের মধ্যে একজন প্রবীণ যাত্রীর মৃত্যু হয়েছে| এছাড়াও অন্ততপক্ষে ১৪ জন কমবেশি আহত অবস্থায় বাগনান গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, উত্তর প্রদেশের সীতাপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস| ওই বাসটিতে মহিলা-সহ ৬৫ জন যাত্রী ছিলেন| শনিবার সকাল তখন পৌনে ছ’টা হবে, বাগনানের চন্দ্রপুরে ছ’নম্বর জাতীয় সড়কের উপর যাত্রীবোঝাই ওই বাস এবং একটি ডাম্পারের জোরালো সংঘর্ষ হয়| সংঘর্ষের জেরে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন নিকটবর্তী থানার পুলিশ কর্মীরা| কমবেশি আহত অবস্থায় বেশ কয়েকজন মহিলা-সহ ১৪ জন যাত্রীকে বাগনান গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে বাগনান গ্রামীণ হাসপাতালে বয়স্ক একজন যাত্রীর মৃত্যু হয়েছে| বাকি ১৪ জন কমবেশি আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিত্সাধীন| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| মৃত যাত্রীর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ| হিন্দুস্থান সমাচার/ রাকেশ
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image