Hindusthan Samachar
Banner 2 मंगलवार, मार्च 19, 2019 | समय 20:19 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

তিন পয়েন্ট দখল নিতে নেরোকার বিরুদ্ধে মোহনবাগান

By HindusthanSamachar | Publish Date: Jan 12 2019 2:53PM
তিন পয়েন্ট দখল নিতে নেরোকার বিরুদ্ধে মোহনবাগান
কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধেও তিন পয়েন্ট ছিনিয়ে নিতে শনিবার ময়দানে নামছে মোহনবাগান। দ্বিতীয় ইনিংসের শুরুটা মন্দ হয়নি কোচ খালিদ জামিলের। শংকরলাল চক্রবর্তীর ছেড়ে যাওয়া স্থানে গিয়ে প্রথম ম্যাচেই বাগানকে এনে দিয়েছেন মূল্যবান তিন পয়েন্ট। তবে আগের ম্যাচ নিয়ে ভাবতে নারাজ মোহনবাগানের নবনিযুক্ত এই কোচ। তবে ঘরের মাঠের লড়াই ছাপিয়েও বেশ কিছু অন্য লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে শনিবাসরীয় বাগান-নেরোকা হাইভোল্টেজ ম্যাচ। প্রথম লেগে ঘরের মাঠে গঙ্গাপাড়ের ক্লাবকে মাটি ধরিয়েছিলেন বাগানেই খেলে যাওয়া দুই প্রাক্তনী এদুয়ার্দো-কাটসুমি। দুই বাতিল ঘোড়ার কাছেই ম্যাচ হেরে প্রথম পর্বে পাহাড় থেকে খালি হাতে ফিরিয়েছিল শংকরলালের ছেলেদের। শনিবার ফের এদু-কাটসুমি সমৃদ্ধ নেরোকার সামনে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের। দ্বিতীয় ম্যাচে শনিবার কঠিন লড়াই অপেক্ষা করছে খালিদের জন্য। দুরন্ত নেরোকা সমীহ তো জাগাচ্ছেই, পাশাপাশি শনিবার গত মরশুমের দুই প্রাক্তন ছাত্রের বিপক্ষে মাঠে নামতে হবে খালিদকে। গত মরশুমে ইস্টবেঙ্গলে কোচিং করানোর সময় খালিদের গুডবুকে সবসময়ই জায়গা করে নিয়েছিলে এদুয়ার্দো এবং কাটসুমি। তবে দলের ব্যাটন কিন্তু ন্যস্ত থাকছে হাইতিয়ান সনির হাতেই। গত ম্যাচে বিশেষ নজর কাড়তে না পারলেও গোলদুটির পিছনে কথা বলেছিল সনির ম্যাজিক টাচ। সেবিষয়ে ম্যাচ শেষে জানতে চাওয়া হলে সনি জানিয়েছিলেন, কোচের নির্দেশেই তিনি কেবল উইংয়ে আটকে থাকেননি। খালিদ তাঁকে নির্দেশ দিয়েছিলেন ‘ফ্রি-ফুটবলার’ হিসেবে সারা মাঠে বিচরণ করতে। নেরোকার বিরুদ্ধেও বদলাচ্ছে না সনির ভূমিকাটা। ডিফেন্সে জোড়া পরিবর্তন আনলেও সনি নর্ডি অস্ত্রেই নেরোকা কাঁটা তুলতে চাইছেন মুম্বইয়ের জামিল। হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image