Hindusthan Samachar
Banner 2 रविवार, मार्च 24, 2019 | समय 00:10 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

মরানে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত দুই

By HindusthanSamachar | Publish Date: Jan 12 2019 3:16PM
মরানে ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত দুই
মরান (অসম), ১২ জানুয়ারি, (হি.স.) : ডিব্রুগড় জেলার মরানে শনিবার সকালে সংঘটিত হয়েছে এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা। এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আহত দুজন মটর বাইকের আরোহী ছিলেন। ঘটনার বিবরণ দিয়ে মরান থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, মরানের নতুন নগর হিন্দুস্তান পেট্রোলিয়ামের তেল ডিপোর সামনে ৩৭ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জাতীয় সড়ক দিয়ে দুরন্ত গতিতে যাচ্ছিল যোরহাট অভিমুখি এএস ০৬ এসি ৮০৭৫ নম্বরের একটি ট্ৰ্যাভেলার যাত্রীবাহী গাড়ি। সে সময় বিপরীত দিক থেকে আরেকটি টিভিএস আপাসি মটর সাইকেল আসছিল দ্রুগতিতে। আচমকা বাইকের সঙ্গে যাত্রীবাহী ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতই প্রচণ্ড ছিল যে, এক বাইক আরোহী রাস্তা থেকে ছিটকে এবং অপরজন রাস্তায় মুখ থুবড়ে পড়েন। সম্মুখবর্তী তেল ডিপোর জনা কয়েক ঘটনা দেখে দৌড়ে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁরা খবর দেন থানায়। ইত্যবসরে থানা থেকে পুলিশের দল এসে দুজনকে মরান তিলৈ এফআরইউতে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য তাঁদের পাঠিয়ে দেওয়া হয় ডিব্রুগড়ে আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহত দুই মটর সাইকেল আরোহীকে কাছমারির দীপেন বরা এবং বামুনবাড়ির নিপুল গোয়ালা বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দীপেন বরা এবং নিপুল গোয়ালার পরনের কাপড়ে তালাশি চালিয়ে তাদের বাড়ির ঠিকানা পাওয়া গেছে। সে অনুযায়ী উভয়ের বাড়িতে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। হিন্দুস্থান সমাচার / অমল / এসকেডি / কাকলি
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image