Hindusthan Samachar
Banner 2 रविवार, मार्च 24, 2019 | समय 06:39 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে এলেন শুভমন ও বিজয় শঙ্কর

By HindusthanSamachar | Publish Date: Jan 13 2019 9:55AM
নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে এলেন শুভমন ও বিজয় শঙ্কর
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে প্রত্যাশামত নিউজিল্যান্ড সফরে ভারতীয় দল থেকে বাদ যাওয়া হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুল-র জায়গায় সুযোগ পেলেন শুভমন গিল ও বিজয়শঙ্কর। আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফরের পাঁচ একদিনের ও তিন টি-২০ ম্যাচে৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট শুভমন গিল সেরা হওয়ার সুনাম রয়েছে৷ জনপ্রিয় এক টিভি শো’য়ে মহিলাদের নিয়ে লাগামছাডা় রুচিহীন মন্তব্য করে বসেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল৷ আর এতেই মুখের লাগাম খুইয়ে বেফাঁস সব মন্তব্য করে বসেন দুই ক্রিকেটার৷ যা মুহূর্তেই ভাইরাল হতে দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে৷ আপাতত দুই ক্রিকেটারকে সাসপেন্ড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ মনে করা হচ্ছে আইপিএল ও বিশ্বকাপ ভাবনা থেকেও ছিটকে যেতে পারেন দুই ক্রিকেটার৷ পরিবর্ত ক্রিকেটারের খোঁজ চলছিলই, লোকেশ রাহুলের পরিবর্তে বিরাটের দলে যোগ দিতে চলেছেন শুভমন৷ আর হার্দিকের পরিবর্তে জাতীয় দলে ডাক পেলেন বিজয় শংকর৷ পঞ্জাব তনয় বিজয়শঙ্কর গত মাসেই তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জিতে ইনিংসে ২৬৮ রান হাঁকিয়েছেন, পরে হায়দরাবাদের বিরুদ্ধে রয়েছে ১৪৮ রানের ইনিংস৷ রঞ্জির দশ ইনিংসে শুভমনের নামের পাশে ৭৯০ রান রয়েছে৷ সেই সুবাদেই সীমিত ওভারে ক্রিকেটে এবার ডাক এল ১৯ বছরের ব্যাটসম্যানের৷ তবে অস্ট্রেলিয়ার বাকি দুটি একদিনে’র জন্য নয়, সরাসরি নিউজিল্যান্ড সফর থেকে টিমের সঙ্গে থাকবেন শুভমন৷ হিন্দুস্থান সমাচার/সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image