By HindusthanSamachar | Publish Date: Feb 6 2019 7:15PMকলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স): ''কেন্দ্রীয় সরকারের এক্সপায়ারি হয়ে গেছে’ বলে বুধবার আবার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক তছরূপ মামলায় আজই ইডির জেরার মুখোমুখি হন প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢ়রা ৷
আজ সন্ধ্যায় নবান্ন থেকে বের হবার সময় এই প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও সিবিআই বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। রবার্টকে জেরা নিয়েও তিনি জানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট। তিনি বলেন, সামনেই লোকসভা নির্বাচন ও তার আগেই যাকে তাকে নোটিশ দিচ্ছে সিবিআই-ইডির মত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। পাশাপাশি তিনি জানান, নির্বাচনে আসন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কেন্দ্রীয় শাসক দল ও সেই জন্যই যাওয়ার আগে যাকে তাকে নোটিশ দিচ্ছে। তবে কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে বিরোধী জোট এককাট্টা রয়েছে। ১৩-১৪ তারিখ সবার দেখা হবে দিল্লিতে।
হিন্দুস্থান সমাচার / হীরক/ সঞ্জয়