By HindusthanSamachar | Publish Date: Feb 6 2019 8:43PM
হাফলং (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : প্রত্যাশা মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন সেমখর আসনে বিজেপির জয়ী পারিষদ রানু লাংথাসা। এ নিয়ে দ্বিতীরবার পার্বত্য পরিষদে কোনও মহিলা সদস্য অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন।
আজ দুপুর ১২টায় পার্বত্য পরিষদের বিশেষ অধিবেশনে অধ্যক্ষ পদের জন্য কোনও প্রার্থী না থাকার দরুন অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেবশর্মা রানু লাংথাসার নাম দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ হিসেবে ঘোষণা করেন। তার পরই অধ্যক্ষের নির্দিষ্ট আসন গ্রহণ করে রানু লাংথাসা পার্বত্য পরিষদের নবনির্বাচিত পারিষদদের ধন্যবাদ জানিয়ে আগামী পাঁচ বছর পরিষদ পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তাছাড়া এই বিশেষ অধিবেশনে পারিষদ দেবোলাল গারলোসা, নিপোলাল হোজাই, স্যামুয়েল সাংসন, এসটি জেম রাংখল এবং নম্রথাং মার রানু লাংথাসাকে ধন্যবাদ জানিয়ে পাহাড়ি জেলার সার্বিক বিকাশে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
অধিবেশনে দেবোলাল গারলোসা বলেন, গত আড়াই বছর পরিষদের অধ্যক্ষ পদে থেকে রানু লাংথাসা তাঁর দায়িত্ব অত্যন্ত সুচারারুপে পরিচালনা করেছেন। আগামী পাঁচ বছর রানু লাংথাসা পার্বত্য পরিষদকে আরও ভালোভাবে পরিচালনা করবেন বলে আশা ব্যক্ত করেছেন দেবোলাল গারলোসা। তিনি বলেন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা-সহ জেলার সার্বিক উন্নয়নই হচ্ছে তাঁদের প্রথম লক্ষ্য। তার পর পরিষদের নবনির্বাচিত অধ্যক্ষ রানু লাংথাসা অধিবেশন স্থগিত বলে ঘোষণা করেন।
এদিকে পার্বত্য পরিষদের অধ্যক্ষ নির্বাচিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রানু লাংথাসা বলেন, ডিমা হাসাও জেলার সার্বিক উন্নয়নই হচ্ছে তাঁর প্রধান লক্ষ্য এবং পরিষদের সদস্যদের সঙ্গে নিয়েই তিনি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন। পার্বত্য পরিষদের পরবর্তী সিইএম নির্বাচন কবে নাগাদ হবে এ সম্পর্কে রানু লাংথাসাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অসমের রাজ্যপালের অনুমোদনের পরই পার্বত্য পরিষদের সিইএম নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেবোলাল গারলোসাকে পার্বত্য পরিষদের সিইএম নির্বাচন এবং পরিষদ গঠন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই সিইএম ও পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত জেলাশাসক বলেন, রাজ্যপালের অনুমোদন আসার পরই সিইএম নির্বাচন হবে। শীঘ্রই সিইএম নির্বাচন করতে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে।
বুধবারের বিশেষ অধিবেশনে পরিষদের ২৮ সদস্যের মধ্যে ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। তবে কংগ্রেসের দুই পারিষদ ডেনিয়্যাল লাংথাসা, ডরমেন ইংহি, নির্দল পারিষদ ফ্লেমিং রূপসি সাইলা, বিজেপির পারিষদ আমেন্দু হোজাই অধিবেশনে উপস্থিত হননি। এদিকে দ্বাদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের পরবর্তী সিইএম হওয়া প্রায় এক প্রকার নিশ্চিত দেবোলাল গারলোসার।
হিন্দুস্থান সমাচার / নিরুপম / এসকেডি/ সঞ্জয়