By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 8:04AMজলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং কলকাতা পুলিশ সঙ্ঘাতের আবহে ৮ ফেব্রুয়ারি, শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮ ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ মাঝে আর মাত্র একদিন। বিজেপির আশা, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
ইতিমধ্যেই জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার-সহ জেলার বিভিন্ন শহর এবং জনপদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ছবি-হোর্ডিং দিয়ে সাজানো হয়ে গিয়েছে। ময়নাগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেই অপেক্ষায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে, প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে কি হবে না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, দলের সংগঠনের উপরে পুরোপুরি ভরসা না রেখে জেলার সব বাড়ি গিয়ে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। হিন্দুস্থান সমাচার/ রাকেশ