By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 4:32PMআগরতলা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত আনুষ্ঠানিকভাবে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছেন।
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে গিয়ে শ্রীরাম জানান, ত্রিপুরায় মোট ভোটার সংখ্যা ২৫,৯৮,২৯০। এর মধ্যে পুরুষ ১৩,১৭,১৫০ এবং মহিলা ভোটারের সংখ্যা ১২,৮১,১২৭। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। তরুণীকান্ত জানান, আগের বারের খসড়া তালিকা থেকে এবার ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১.৪৫ শতাংশ। সব ভোটার যাতে চূড়ান্ত তালিকা দেখতে পারেন এর জন্য ৩,৩২৪টি ভোটগ্রহণ কেন্দ্র এলাকার সংশ্লিষ্ট তহশিল অফিস, নির্বাচন নিবন্ধন আধিকারিকদের কার্যালয় এবং জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওই সব কার্যালয়ে ভোটার তালিকায় সংশ্লিষ্ট এলাকার ভোটাররা তাঁদের নাম রয়েছে কি না দেখতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / পুলক / এসকেডি/ সঞ্জয়