By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 4:29PMশিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি (হি.স): আনারস দিয়ে তৈরি উত্তরীয় প্রধানমন্ত্রীকে উপহার দেবেন বিধাননগরের চাষিরা। শুক্রবার ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। বৃহস্পতিবার আনারস চাষি তথা উত্তরবঙ্গ আনারস সংগঠনের সম্পাদক অরুণ মণ্ডল বলেন, ‘আনারসের পাতা থেকে তৈরি উত্তরীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব আমরা। সেজন্য আমরা সময় চেয়েছি তাঁর কাছে। দেখা যাক বাগডোগরা বিমানবন্দর না হলে ময়নাগুড়ির সভামঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই উপহার তুলে দেব।’ অরুণ মণ্ডল জানান, বিধাননগরের বৃহৎ অর্থকারী ফসল আনারস। আনারস চাষ করে কয়েক হাজার চাষি জীবিকা অর্জন করছেন। এখন বাড়ির মহিলারাও আনারসকে কেন্দ্র করে নতুন জীবিকার সন্ধান পেয়েছেন। তারজন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ। কলকাতায় কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ সেন্টারের সহযোগিতায় আমরা এখন নতুন দিশা দেখাতে পারছি গোটা ভারতবর্ষকে। বিধাননগরের আনারস চাষিদের জন্য যাতে আরও নতুন কিছু সাহায্য পাওয়া যায় তারজন্যও প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখব। হিন্দুস্থান সমাচার/প্রভাস/ সঞ্জয়