Hindusthan Samachar
Banner 2 मंगलवार, फरवरी 19, 2019 | समय 22:09 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শিবির শিলিগুড়িতে

By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 4:34PM
দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ শিবির শিলিগুড়িতে
শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারি (‌হি.‌স)‌:‌ আর্থিক ভাবে পিছিয়ে পড়া দরিদ্র মহিলাদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার ব্যাঙ্কের হিলকার্ট রোড শাখায় সেন্ট্রাল ব্যাঙ্ক রুরাল সেল্ফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে ১৩ দিনব্যাপী ট্রেনিংয়ের জন্য নাম নথিভূক্তকরণের ব্যবস্থা করা হয়। জানা গেছে, ইমিটেশন গয়না তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে ওইসব মহিলাদের। এছাড়াও ট্রেনিং শেষে আগ্রহীদের ব্যাঙ্ক থেকে লোন প্রদানের সাহায্যও করা হবে। যার ফলে প্রশিক্ষিত মহিলারা স্বনির্ভর হতে পারবে বলে মনে করছে সংস্থা। হিন্দুস্থান সমাচার / প্রভাস
लोकप्रिय खबरें
चुनाव 2018
image