By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 6:26PMআমবাসা (ত্রিপুরা), ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ৭০ জনের মধ্যে পাশ করেছেন মাত্র এক জন। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল আমবাসার আইটিআই চত্বর। জানা গেছে, এ বছর আমবাসার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট থেকে পরীক্ষায় বসেছিলেন মোট ৭০ জন পরীক্ষার্থী। কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র এক জন পাশ করেছেন।
এই ফলাফল প্রকাশ হতেই ছাত্র বিক্ষোভ শুরু হয়ে যায়। জানা গেছে, বুধবার ফলাফল প্রকাশিত হয়েছিল। সে থেকে আজ বৃহস্পতিবারও কলেজ চত্বরে বিক্ষোভ চলছে ছাত্রদের। কিছুতেই ছাত্রদের থামানো যাচ্ছে না। ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ পুনরায় সঠিক ফলাফল বের না করবে ততক্ষণ তাদের এই বিক্ষোভ জারি থাকবে। ছাত্ররা অভিযোগ করেছেন, এই ফলাফলের জন্য সম্পূর্ণভাবে দায়ী কলেজ কর্তৃপক্ষ এবং ফ্যাকাল্টি। অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা প্রকাশ্যেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অনাচারের অভিযোগ এনে সরব হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / নবেন্দু / এসকেডি / কাকলি