Hindusthan Samachar
Banner 2 मंगलवार, अप्रैल 23, 2019 | समय 11:26 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

'ফাইনালি ভালোবাসা' নিয়ে হাজির অঞ্জন দত্ত

By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 6:38PM
'ফাইনালি ভালোবাসা' নিয়ে হাজির অঞ্জন দত্ত
কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স): ফ্রেবুয়ারি মাস মনেই প্রেমের মাস । আর বিভিন্ন সময়ের প্রেম বিভিন্ন রকম । কোথাও অল্প বয়সের প্রেম । আবার কোথাও থ্রিলার প্রেম । কোথাও বা সমকামী প্রেম । আর এই তিনটে প্রেমের গল্প নিয়ে হাজির অঞ্জন দত্ত । আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অঞ্জন দত্তের নতুন ছবি ''ফাইনালি ভালোবাসা''। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শৌরসেনী মৈত্র ও অর্জুন চক্রবর্তী । যেখানে শৌরসেনীর চরিত্র ''আহিরি'' নিজের সো-কল্ড ''অন্য ধরনের'' প্রেমকে সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে অর্জুনের চরিত্র আবার একেবারেই মিনমিনে । প্রায় বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছেন আহিরি, অর্থাৎ ছবিতে শৌরসেনীর চরিত্রটি । ছবিতে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী জানান, ''এখনও সমাজ এই জাতীয় সম্পর্কগুলোকে সেভাবে মেনে নেয়নি । তাই এগুলোকে এখনও আমরা অন্য ধরনের সম্পর্ক বলি । কিন্তু, এগুলো ভীষণভাবে বর্তমান আমাদের সমাজে । হয়তো খুব একটা আলোচনা করি না আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে। আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষ একটা বড় পার্সপেক্টিভ থেকে দেখবে ভালোবাসাকে'' । অন্যদিকে, অভিনেতা অর্জুন নিজের চরিত্র নিয়ে জানান, ''খুব সফ্ট স্পোকেন, মিনমিনে স্বভাবের ছেলে । আত্মবিশ্বাসও কম ছেলেটির । কাজের জায়গার ক্রাইসিস ও ব্যক্তিগত জীবনের ক্রাইসিস মিলিয়ে অনেক রকম চাপের মধ্যে রয়েছে আমার চরিত্রটা । এবার সব ক্রাইসিস পেরিয়ে ফাইনালি ভালোবাসা পাবে কিনা সেটাই গল্প'' । ছবির প্রসঙ্গে পরিচালক অঞ্জন দত্ত বলেন, ''ছবিতে আমি নিজেও অভিনয় করেছি । সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়া শক্ত। সত্যিকারের ভালোবাসা পাওয়া খুবই কঠিন । সবশেষে ভালোবাসা আসে । তার থেকে বড় কিছু নেই। আর এই ছবির তিনটে গল্পই ভালোবাসা খুঁজছে । এই রাইমা-অরিন্দম ও অর্জুনের গল্পটা একটু থ্রিলার । আমার ও শৌরসেনীর গল্পটা একটু মজার। অনির্বাণ ও সুপ্রভাতের গল্পটা অত্যন্ত প্যাশনেট একটা রোম্যান্টিক একটা মেলড্রামাটিক গল্প। ক্রাইসিসটাই ভালোবাসা'' । হিন্দুস্থান সমাচার / পায়েল / হীরক
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image