By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 7:30PM
শিলচর (অসম), ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভাঙচুর, জবরদখল, লুটপাট ও দোকান মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মহাবীর প্রসাদ জৈন এবং অনিলকুমার সিং নামের দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর সদর থানায় এফআইআরটি দায়ের করেছেন মেহেরপুর এলাকার কোয়ারপারের বাসিন্দা উমাশঙ্কর সিং। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮ / ৪২৭ / ৫০৬ / ৩৪ ধারায় এক মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
প্রদত্ত এজাহারে উমাশঙ্কর সিং বলেছেন, বিবাদিদের বিরুদ্ধে শিলচর আদালতে দেওয়ানি মামলা-সহ সদর থানায় মামলা চলছে। অভিযোগ, মেহেরপুরের উমাশঙ্করের দুটি দোকান জবরদখল করার চেষ্টা তাঁরা চালাচ্ছেন দীর্ঘ দিন থেকে। এ নিয়ে বেশ কয়টি মামলা ঝুলছে আদালতে। গত ৫ ফেব্রুয়ারি রাত দশটা নাগাদ একদল লোক এসে দোকান ভেঙে নতুন করে দোকানগৃহের কাজ আরম্ভ করেছেন। এজাহারে এছাড়া তিনি লিখেছেন, বিবাদিদের এ ধরনের কাজে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তারা নিজেকে জনৈক মন্ত্রীর লোক বলেও শাঁসিয়েছেন।
এদিকে পুলিশ মামলার খেই ধরে অভিযু্ক্তদের বিরুদ্ধ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / পুলক / এসকেডি / কাকলি