Hindusthan Samachar
Banner 2 गुरुवार, अप्रैल 25, 2019 | समय 20:09 Hrs(IST) Sonali Sonali Sonali Singh Bisht

চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের ১০ জনের দল

By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 8:16PM
চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের ১০ জনের দল
কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স) : চিটফান্ডকাণ্ডের তদন্তে আরও তৎপর সিবিআই। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে আসছেন আরও ১০ জন আধিকারিক। চিটফান্ড তদন্তে গতি আনতে এবার স্পেশ্যাল টিম গঠন করল সিবিআই। ১০ জন অফিসারকে নিয়ে গঠন করা হয়েছে এই বিশেষ তদন্তকারী দলটি। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে থাকছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলের অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টর, পঙ্কজ শ্রীবাস্তব। সিবিআই সূত্রে খবর, আগামিকালই কলকাতায় পৌঁছচ্ছেন এই স্পেশাল টিমের অফিসাররা। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতাতেই থাকবেন তাঁরা। সিবিআইয়ের তরফে চিঠি দিয়ে নবান্নে সেকথা জানানো হয়েছে। কলকাতায় থেকে চিটফান্ড কাণ্ডের তদন্ত চালাবেন এই স্পেশ্যাল টিমের অফিসাররা। গত মঙ্গলবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দেয়। হাজিরার জন্য নিরপেক্ষ স্থান হিসেবে শিলংকে বেছে দেয় শীর্ষ আদালত। রাজীব কুমারকে জেরার জন্য সুপ্রিম কোর্টের অনুমোদন পাওয়ার পরই ৯ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিবিআই। ডিএসপি তথাগত বর্ধনের নেতৃত্বে সেই স্পেশ্যাল টিমটি গঠন করা হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সারদা, রোজভ্যালী, আইকোর,সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিদের এবার তলব করা হতে পারে। দিল্লিতে সিবিআইয়ের এই নতুন টিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন ঋষিকুমার শুক্ল। সেই বৈঠকে একটি তালিকা তৈরি করা হয়। তালিকায় নাম রয়েছে বিভিন্ন রাজ্যনৈতিক দলের নেতানেত্রীদেরও। তাঁদের মধ্যে দুই নেতাকে খুব শীঘ্রই তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রের দাবি। সিবিআই সূত্রে খবর , সিবিআইয়ের পূর্বাঞ্চলের জয়েন্ট ডিরেক্টর, পঙ্কজ শ্রীবাস্তব ছাড়াও ১০ জনের ওই দলে রয়েছেন একজন পুলিশ সুপার, তিন জন অতিরিক্ত পুলিশ সুপার, তিন জন ডিএসপি এবং তিন জন ইনসপেক্টর পদমর্যাদার অফিসার। দিল্লি, লখনউ, ভোপালের সিবিআই দফতর থেকে এই দুঁদে অফিসারদের বাছাই করা হয়। জানা গেছে, বার বার বিরোধীদের তোপের মুখে পড়ে নিরপেক্ষতা বজায় রাখতেই নতুন করে দল গঠন করা হয়েছে। শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরার সময়েও এই দল থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বৈঠকে বসেছেন সিবিআই অফিসারেরা। কবে রাজীব কুমারের বয়ান নেওয়া হবে,সেই সময় কী কী তথ্যপ্রমাণ তাঁর সামনে তুলে ধরা হবে, তা ঠিক করতে এই বৈঠক চলছে বলে সূত্রের খবর। বৈঠকে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরেট পঙ্কজ শ্রী বাস্তব সহ উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকরা। মূলত কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই আধিকারিকরা কি কি প্রশ্ন করবেন সেই বিষয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা চলছে। বৈঠকে সিবিআইয়ের আইনজীবীরাও রয়েছেন বলে জানা গিয়েছে। এদিনের উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই শিলং উড়ে যাবে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি শিলংয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের মুখোমুখি হতে তাঁর কোনও অসুবিধা নেই। কিন্তু ওই দিন দু’তরফ মুখোমুখি হবে, নাকি অন্য কোনও বিকল্প তারিখ ঠিক করা হবে, তা এখনও ঠিক হয়নি। সারদাকান্ডে সিবিআই তদন্তে নেমে জানতে পারে ৪৬৬ টি ফাইল বাজেয়াপ্ত করেছে সিট। তার মধ্যে ১০৯ টি ফাইল সিবিআই এখনও হাতে পায়নি বলে সিবিআই সূত্রে খবর। সারদা মামলায় যে ১০৯ টি ফাইল পাওয়া যায়নি, সেগুলো গুরুত্বপূর্ণ ফাইল বলে মনে করছে সিবিআই। এখন প্রশ্ন উঠেছে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো গেল কোথায়? ইতিমধ্যেই সারদাকান্ডে তথ্য লোপাটের অভিযোগ এনেছে সিবিআই। যদিও সিটের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পরেই সমস্ত ফাইল সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সিজার লিস্টও। আর এই সিজার লিস্টে থাকা নথি পাওয়া, না পাওয়া নিয়ে সংঘাত সিবিআই বনাম কলকাতা পুলিশের। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও আদালতের নির্দেশে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার অনুমতি পেয়েছে সিবিআই। হিন্দুস্থান সমাচার / হীরক/ সঞ্জয়
लोकप्रिय खबरें
फोटो और वीडियो गैलरी
image