By HindusthanSamachar | Publish Date: Feb 7 2019 8:49PM
ক্যানিং, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : পাচার হওয়ার আগেই ক্যানিং থানার তৎপরতায় ধরা পড়লো কয়েক লক্ষ টাকার কাঠ। বৃহস্পতিবার বিকেলে বাসন্তীতে পাচার হয়ে যাওয়ার সময় তিনটি মোটর ভ্যান বোঝাই কাঠ আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ক্যানিং ১ নম্বর ব্লকের বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাপুকুর এলাকায় খাল সংস্কার করার সময় বড় বড় বহু গাছ কেটে ফেলা হয়। সেই গাছগুলিই গোপনে অন্যত্র পাচার করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
দিন কয়েক আগেই এই মনসাপুকুর এলাকার খাল সংস্কারের কাজ শুরু হয় বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। অভিযোগ খাল সংস্কারের নামে খালের পাশে থাকা কয়েকশো গাছ কেটে ফেলা হয়। গাছ কাটার প্রমান লোপাট করতে পড়ে থাকা গাছের গোঁড়াগুলি মাটি দিয়ে চাপা দেওয়া হয়। এই গাছগুলির বেশিরভাগই রাতের অন্ধকারে বাইরে পাচার করে দেওয়া হয়েছে। বাকী কাঠগুলি এদিন দুপুরে মোটর ভ্যানে করে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাসেম সরদারের বিরুদ্ধে।
সূত্রের খবর এই কাঠ নিয়ে যাওয়ার সময় পুলিশ একজনকে আটক ও করে। তাকেই জিজ্ঞাসাবাদ করে এই কাসেমের নাম জানা যায় । যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাসেম সরদার। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। খোঁজ নিয়ে বলবো। বর্তমানে আমি দিঘাতে আছি”।
তবে এলাকার এতোগুলো গাছ কেটে চুপি সাড়ে বিক্রির ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এ বিষয়ে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার/ প্রসেনজিত/ শ্রেয়সী / কাকলি