By HindusthanSamachar | Publish Date: Feb 8 2019 10:37AM
জয়নগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ দু''জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল জলিল মোল্লা ও আব্দুল রউপ লস্কর। বৃহস্পতিবার রাতে জয়নগর থানার অন্তর্গত খাকুরদহ এলাকা থেকে দু''জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু''টি পাইপগান, ৯০ রাউন্ড গুলি, ৫৫টি গুলির খোল, দু''টি মোবাইল ফোন ও নগদ ন’হাজার টাকা। পুলিশ সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র কারবারের অভিযোগ রয়েছে। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে জয়নগর থানার খাকুরদহ এলাকায় বেআইনিভাবে অস্ত্র কেনাবেচা চলছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জয়নগর থানার পুলিশ মিলিতভাবে হানা দেয় খাকুরদহ এলাকায়। পুলিশ জানতে পারে, খাকুরদহ এলাকায় রেশন ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা চালাচ্ছে পেশায় রেশন ডিলার আব্দুল জলিল মোল্লা। আর এই জলিল মোল্লার কাছে আগ্নেয়াস্ত্র কিনতে এসেছিলেন আব্দুল রউপ লস্কর। দু''জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু''টি পাইপগান, ৯০ রাউন্ড গুলি, ৫৫টি গুলির খোল, দু''টি মোবাইল ফোন ও নগদ ন’হাজার টাকা। এই বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। হিন্দুস্থান সমাচার/ প্রসেনজিৎ/ রাকেশ